
আতিফ আসলামের স্থগিত হওয়া ‘মেইন স্টেজ শো’ নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিল আয়োজক প্রতিষ্ঠান।
নিরাপত্তা শঙ্কায় গত ১৩ ডিসেম্বরের কনসার্টটি স্থগিত হলেও, পাকিস্তানি গায়ক আতিফ আসলাম নিজেই নিশ্চিত করেছেন যে এটি বাতিল হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
আগের কেনা টিকিটগুলো নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। তবে যারা অংশ নিতে পারবেন না, তাদের জন্য রিফান্ডের সুযোগ রাখা হয়েছে। আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্কে আবেদন করে টাকা ফেরত নেওয়া যাবে।
রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। খুব শীঘ্রই কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























