
বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট কেবল গানের মঞ্চেই নয়, জনহিতকর কাজেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন বারবার। সম্প্রতি তিনি আমেরিকার ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে অলাভজনক সংস্থা ‘ফিডিং আমেরিকা’-কে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) অনুদান দিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়ে সুইফটের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী ক্লেয়ার বাবিনো ফন্তেনো সুইফটের এই উদারতাকে অভাবী মানুষের জন্য বড় আশার আলো হিসেবে বর্ণনা করেছেন। সুইফটের মানবিকতার নজির অবশ্য এটিই প্রথম নয়; এর আগে গত অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্তদের জন্য তিনি ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তিনি বিশ্বজুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।
ডেক্স নিউজ/নিউজ টুডে 




























