ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শামীমা নাসরীনের কবিতা

উপলব্ধি
শামীমা নাসরীন

অনেক হলো সাধের আবাদ
কতক স্বপ্নে অবগাহন,
আর কতো মন ছুটবি ওরে
চড়ে মাটির দেহের বাহন!

রইবে পড়ে দালানকোঠা
টাকাকড়ি সব প্রসাধন,
ইরেজারে মুছতে হবে
মিছে মায়ায় আঁকা বাঁধন।

কোথায় রবে স্বপ্ন সাধ আর
কোথায় যাবে আরাম আয়েশ,
জুটবে না কো সকাল বিকাল
ফিরনি, জর্দা ,পিঠা,পায়েস!

আপনজনে বিদায় দেবে
তাড়াহুড়ো করে ভীষণ,
বাতাস বিহীন বাহন সেদিন
হারাবে তার সব প্রয়োজন।

কাটতে টিকিট লাইন ধরো মন
বেলা বেশী নাই আর বাকি,
দু’ দিনের এই জগত মাঝে
আমল ছাড়া যে সব ফাঁকি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

শামীমা নাসরীনের কবিতা

আপডেট সময় : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

উপলব্ধি
শামীমা নাসরীন

অনেক হলো সাধের আবাদ
কতক স্বপ্নে অবগাহন,
আর কতো মন ছুটবি ওরে
চড়ে মাটির দেহের বাহন!

রইবে পড়ে দালানকোঠা
টাকাকড়ি সব প্রসাধন,
ইরেজারে মুছতে হবে
মিছে মায়ায় আঁকা বাঁধন।

কোথায় রবে স্বপ্ন সাধ আর
কোথায় যাবে আরাম আয়েশ,
জুটবে না কো সকাল বিকাল
ফিরনি, জর্দা ,পিঠা,পায়েস!

আপনজনে বিদায় দেবে
তাড়াহুড়ো করে ভীষণ,
বাতাস বিহীন বাহন সেদিন
হারাবে তার সব প্রয়োজন।

কাটতে টিকিট লাইন ধরো মন
বেলা বেশী নাই আর বাকি,
দু’ দিনের এই জগত মাঝে
আমল ছাড়া যে সব ফাঁকি।