ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা আশীষ বিদ্যার্থী ও স্ত্রী

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী এবং তার স্ত্রী রুপালি বড়ুয়া সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ২ জানুয়ারি রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা দুজনেই বিপদমুক্ত ও স্থিতিশীল রয়েছেন।

দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসে প্রকৃত ঘটনা স্পষ্ট করেন। লাইভ ভিডিওতে তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। আশীষ বিদ্যার্থী বলেন, “আমরা দুজনেই এখন ভালো আছি। রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আমার চোটও গুরুতর কিছু নয়।” তিনি ভক্তদের আশ্বস্ত করতে লাইভ চলাকালীন হেঁটে দেখান এবং এই ঘটনাকে কেন্দ্র করে অতিরঞ্জিত সংবাদ প্রচার না করার অনুরোধ জানান।

আশীষ বিদ্যার্থী আরও জানান যে, তাদের ধাক্কা দেওয়া বাইক আরোহীর শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন তিনি এবং বর্তমানে সেই আরোহী বিপদমুক্ত। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের যত্নে রাখার কথা জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। এর আগে তিনি পিলু বিদ্যার্থীর সঙ্গে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। অভিনয় জীবনের পাশাপাশি বর্তমানে তিনি ফুড ভ্লগার হিসেবেও ব্যাপক জনপ্রিয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা আশীষ বিদ্যার্থী ও স্ত্রী

আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী এবং তার স্ত্রী রুপালি বড়ুয়া সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ২ জানুয়ারি রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা দুজনেই বিপদমুক্ত ও স্থিতিশীল রয়েছেন।

দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভে এসে প্রকৃত ঘটনা স্পষ্ট করেন। লাইভ ভিডিওতে তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। আশীষ বিদ্যার্থী বলেন, “আমরা দুজনেই এখন ভালো আছি। রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আমার চোটও গুরুতর কিছু নয়।” তিনি ভক্তদের আশ্বস্ত করতে লাইভ চলাকালীন হেঁটে দেখান এবং এই ঘটনাকে কেন্দ্র করে অতিরঞ্জিত সংবাদ প্রচার না করার অনুরোধ জানান।

আশীষ বিদ্যার্থী আরও জানান যে, তাদের ধাক্কা দেওয়া বাইক আরোহীর শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন তিনি এবং বর্তমানে সেই আরোহী বিপদমুক্ত। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের যত্নে রাখার কথা জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। এর আগে তিনি পিলু বিদ্যার্থীর সঙ্গে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। অভিনয় জীবনের পাশাপাশি বর্তমানে তিনি ফুড ভ্লগার হিসেবেও ব্যাপক জনপ্রিয়।