
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি আরশ খান এবং সুনেরাহ বিনতে কামাল। পর্দার রসায়ন ছাপিয়ে এই দুই তারকার ব্যক্তিগত বন্ধুত্ব নিয়েও প্রায়ই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘হোয়াট আ শো’তে অংশ নিয়ে নিজেদের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন তারা।
আড্ডার এক পর্যায়ে উঠে আসে আরশ খানকে দেওয়া সুনেরাহর এক বিচিত্র শাস্তির গল্প। শুটিং সেটের একটি ভিডিওতে দেখা যায়, আরশ খান গাছে উঠে বসে আছেন এবং নিচে দাঁড়িয়ে সুনেরাহসহ অন্যরা হাসাহাসি করছেন। এর রহস্য ফাঁস করে সুনেরাহ জানান, কাজের ক্ষেত্রে তিনি ভীষণ সময়নিষ্ঠ এবং সহ-অভিনেতাদেরও সঠিক সময়ে সেটে আসা পছন্দ করেন। আরশ একদিন মাত্র ৫ মিনিট দেরি করে আসায় শাস্তি হিসেবে তাকে গাছে উঠিয়ে দিয়েছিলেন সুনেরাহ। পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, তিনি নিজেকে সাধারণ অভিনেতা মনে করেন বলেই এমন শাস্তি মেনে নিয়েছেন।
আরশের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। তিনি জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই কাজের প্রতি নিবেদিতপ্রাণ হিসেবে পেয়েছেন। সুনেরাহর ভাষ্যমতে, “কাজ শুরুর আগে ভেবেছিলাম ও হয়তো আর আট-দশজন নাটক করা হিরোর মতো হবে। কিন্তু সেটে গিয়ে দেখলাম সে দারুণ সিরিয়াস, রিহার্সাল নিয়ে ব্যস্ত থাকে এবং অকারণে ফোন নিয়ে পড়ে থাকে না।” সুনেরাহ আরও যোগ করেন, আরশ শুরুর দিকে বেশ ভদ্র থাকলেও এখন সে বেশ দুষ্টুমি করে, তবে কাজের ব্যাপারে সবসময়ই পেশাদার।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























