
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাঠগড় মোড়ে আজ একটি বিটুমিন পরিবহণকারী গাড়ির চাপায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম দুলাল দাশ, তিনি পতেঙ্গা হিন্দুপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মোর্শেদ কোম্পানি’র মালিকানাধীন গাড়িটি চলাচলের সময় অসতর্কভাবে একজন পথচারীর পায়ে চাপা দেয়, এতে তার পা মারাত্মকভাবে আহত হয়। উল্লেখ্য, মোর্শেদ কোম্পানির এই গাড়িটি ইস্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল, মেঘনা অয়েলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক ভাড়ায় মাল পরিবহন করে থাকে।
খবর পেয়ে দায়িত্ব সার্জেন্ট ও ট্রাফিক পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুলাল দাশকে প্রাথমিক সহায়তা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে এলাকাবাসীর সহায়তায় দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে পতেঙ্গা থানা পুলিশ হেফাজতে নেয়। দুর্ঘটনাকবলিত গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 



























