ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

সাউদার্ন ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত উইমেন্স ইন্টার-ক্যাম্পাস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নারী ক্রিকেট দল।

বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল গঠন করে প্রথম আনুষ্ঠানিকভাবে নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জানা গেছে, টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেট দল ছাড়াও অংশ নেয় সাউদার্ন ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ক্রিকেট দলের গ্রুপ লিডার ছিলেন ইংরেজি বিভাগের তামান্না মাহবুব প্রীতি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে পরাজিত করে চবি নারী দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তামান্না মাহবুব প্রীতি। দ্বিতীয় ম্যাচে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে জয় পায় চবি, যেখানে প্লেয়ার অব দ্য ম্যাচ হন প্রশান্তি রানা।

তৃতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে জয়ী হয়ে গ্রুপ পর্ব শেষ করে চবি নারী দল। ওই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিফতাহ জাহান মীম। সেমিফাইনালে পুনরায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মুখোমুখি হয়ে জয় নিশ্চিত করে চবি। এ ম্যাচেও প্লেয়ার অব দ্য ম্যাচ হন প্রশান্তি রানা।

ফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন প্রশান্তি রানা।

ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ সাফল্য দেখান চবি খেলোয়াড়রা। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মিফতাহ জাহান মীম, সেরা ফিল্ডার হন ইসরাত জাহান ইপ্তি এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন প্রশান্তি রানা। তিনি পুরো টুর্নামেন্টে ৯টি উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৮ রান।

চ্যাম্পিয়ন চবি নারী ক্রিকেট দলের সদস্যরা হলেন—ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান তৃণা, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার ইমা, ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী তামান্না মাহবুব প্রীতি, ফিজিক্যাল এডুকেশন ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুশফিকা খালেক হৃদি, ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইপ্তি, রাষ্ট্রবিজ্ঞান ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আকলিমা আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী প্রশান্তি রানা রজনী লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জেবা তাহসিনন, ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মিফতাহ জাহান মীম, ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী তানিয়া সুলতানা, অর্থনীতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী প্রতিশা চাকমা এবং দর্শন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ফাবিহা বিনতে রহিম অবনী।

দলের গ্রুপ লিডার ও চাকসুর সহ-খেলাধুলা ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি বলেন, এক সপ্তাহের প্রস্তুতিতে প্রথমবারের মতো ক্রিকেট টিম নিয়ে আমরা খেলেছি। চ্যাম্পিয়ন হওয়া বিষয়টি আসলেই একটা অসম্ভব ভালো লাগার বিষয়৷ আমাদের সব খেলোয়াড় অসাধারণ করেছে৷ আমাদের শিক্ষকরা আমাদের অনেক সাহায্য করেছে। আমরা মেয়েরা একটু সুযোগ পেলেই ভালো ফলাফল এনে দিতে পারব, আশা করি এই সুযোগগুলো এখন থেকে আমরা তৈরি করে নেব৷

চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, এ সাফল্য আসলেই গৌরবের। চাকসুর পক্ষ থেকেই তাদের সংবর্ধনা দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

আপডেট সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত উইমেন্স ইন্টার-ক্যাম্পাস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নারী ক্রিকেট দল।

বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল গঠন করে প্রথম আনুষ্ঠানিকভাবে নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জানা গেছে, টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেট দল ছাড়াও অংশ নেয় সাউদার্ন ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ক্রিকেট দলের গ্রুপ লিডার ছিলেন ইংরেজি বিভাগের তামান্না মাহবুব প্রীতি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে পরাজিত করে চবি নারী দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তামান্না মাহবুব প্রীতি। দ্বিতীয় ম্যাচে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে জয় পায় চবি, যেখানে প্লেয়ার অব দ্য ম্যাচ হন প্রশান্তি রানা।

তৃতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে জয়ী হয়ে গ্রুপ পর্ব শেষ করে চবি নারী দল। ওই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিফতাহ জাহান মীম। সেমিফাইনালে পুনরায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মুখোমুখি হয়ে জয় নিশ্চিত করে চবি। এ ম্যাচেও প্লেয়ার অব দ্য ম্যাচ হন প্রশান্তি রানা।

ফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন প্রশান্তি রানা।

ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ সাফল্য দেখান চবি খেলোয়াড়রা। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মিফতাহ জাহান মীম, সেরা ফিল্ডার হন ইসরাত জাহান ইপ্তি এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন প্রশান্তি রানা। তিনি পুরো টুর্নামেন্টে ৯টি উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৮ রান।

চ্যাম্পিয়ন চবি নারী ক্রিকেট দলের সদস্যরা হলেন—ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান তৃণা, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার ইমা, ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী তামান্না মাহবুব প্রীতি, ফিজিক্যাল এডুকেশন ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুশফিকা খালেক হৃদি, ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইপ্তি, রাষ্ট্রবিজ্ঞান ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আকলিমা আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী প্রশান্তি রানা রজনী লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জেবা তাহসিনন, ফিজিক্যাল এডুকেশন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মিফতাহ জাহান মীম, ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী তানিয়া সুলতানা, অর্থনীতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী প্রতিশা চাকমা এবং দর্শন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ফাবিহা বিনতে রহিম অবনী।

দলের গ্রুপ লিডার ও চাকসুর সহ-খেলাধুলা ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি বলেন, এক সপ্তাহের প্রস্তুতিতে প্রথমবারের মতো ক্রিকেট টিম নিয়ে আমরা খেলেছি। চ্যাম্পিয়ন হওয়া বিষয়টি আসলেই একটা অসম্ভব ভালো লাগার বিষয়৷ আমাদের সব খেলোয়াড় অসাধারণ করেছে৷ আমাদের শিক্ষকরা আমাদের অনেক সাহায্য করেছে। আমরা মেয়েরা একটু সুযোগ পেলেই ভালো ফলাফল এনে দিতে পারব, আশা করি এই সুযোগগুলো এখন থেকে আমরা তৈরি করে নেব৷

চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, এ সাফল্য আসলেই গৌরবের। চাকসুর পক্ষ থেকেই তাদের সংবর্ধনা দেওয়া হবে।