ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালি ক্রিকেট দল। অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে সাজানো এই দলে সবচেয়ে আলোচিত দিক হলো দুই জোড়া ভাইয়ের অন্তর্ভুক্তি।

ইতালির স্কোয়াডে জায়গা পেয়েছেন মানেন্তি ভাইরা—হ্যারি ও বেঞ্জামিন, পাশাপাশি মোসকা ভাইরা—অ্যান্থনি ও জাস্টিন। একই দলে দুই জোড়া ভাইয়ের উপস্থিতি ইতালির বিশ্বকাপ প্রস্তুতিতে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

দলে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটসও, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে ইতালির ব্যাটিং শক্তি বাড়াবেন বলে মনে করা হচ্ছে।

নেতৃত্বে পরিবর্তন এনে ইতালি এবার ওয়েন ম্যাডসেনের ওপর আস্থা রেখেছে। এর আগে ইউরোপীয় বাছাইপর্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন জন ডেভিসন, আর সহকারী কোচের দায়িত্বে রয়েছেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।

বিশ্বকাপে ইতালি খেলবে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা তাদের। তবে বাংলাদেশের ভেন্যু-জটিলতার কারণে গ্রুপ বিন্যাস বদলানোর আলোচনা চলায় ইতালিকেও চূড়ান্ত সূচির দিকে নজর রাখতে হচ্ছে।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড:

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিদে, জাইন আলি, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, বেনজামিন মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, জাশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট সময় : ০১:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালি ক্রিকেট দল। অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে সাজানো এই দলে সবচেয়ে আলোচিত দিক হলো দুই জোড়া ভাইয়ের অন্তর্ভুক্তি।

ইতালির স্কোয়াডে জায়গা পেয়েছেন মানেন্তি ভাইরা—হ্যারি ও বেঞ্জামিন, পাশাপাশি মোসকা ভাইরা—অ্যান্থনি ও জাস্টিন। একই দলে দুই জোড়া ভাইয়ের উপস্থিতি ইতালির বিশ্বকাপ প্রস্তুতিতে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

দলে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটসও, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে ইতালির ব্যাটিং শক্তি বাড়াবেন বলে মনে করা হচ্ছে।

নেতৃত্বে পরিবর্তন এনে ইতালি এবার ওয়েন ম্যাডসেনের ওপর আস্থা রেখেছে। এর আগে ইউরোপীয় বাছাইপর্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন জন ডেভিসন, আর সহকারী কোচের দায়িত্বে রয়েছেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।

বিশ্বকাপে ইতালি খেলবে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা তাদের। তবে বাংলাদেশের ভেন্যু-জটিলতার কারণে গ্রুপ বিন্যাস বদলানোর আলোচনা চলায় ইতালিকেও চূড়ান্ত সূচির দিকে নজর রাখতে হচ্ছে।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড:

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিদে, জাইন আলি, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, বেনজামিন মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, জাশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।