ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা ধরা পড়েছেন। ঘটনার চার বছর পর ভারতে পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। সম্প্রতি ভারতের পুলিশ মাসুদকে ধরা দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে পীরগঞ্জ থানা পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই-জাবরহাট মাঝাপাড়া সড়কের দক্ষিণ পাশে পুকুরপাড়ে খুন হন স্থানীয় কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮)। হত্যাকাণ্ডের পরপরই নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা হলেন জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮)। তবে প্রধান আসামি মাসুদ রানা ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান।

ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না মাসুদের। সম্প্রতি ভারতের পুলিশের হাতে ধরা পড়ে তিনি বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সীমান্তে বিজিবি তাকে আটক করে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করে। এরপর পীরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মামলার আরেক আসামি এখনও পলাতক রয়েছে। এলাকাবাসীর ধারণা, তিনিও ভারতে আত্মগোপনে আছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাসুদ রানা দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন। বিএসএফের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর পর বিজিবি তাকে পুলিশে হস্তান্তর করেছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা, রোগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা গ্রেফতার

আপডেট সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসায়ী ইসহাক আলী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা ধরা পড়েছেন। ঘটনার চার বছর পর ভারতে পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। সম্প্রতি ভারতের পুলিশ মাসুদকে ধরা দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করার সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে পীরগঞ্জ থানা পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই-জাবরহাট মাঝাপাড়া সড়কের দক্ষিণ পাশে পুকুরপাড়ে খুন হন স্থানীয় কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী (২৮)। হত্যাকাণ্ডের পরপরই নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তারা হলেন জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) ও চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮)। তবে প্রধান আসামি মাসুদ রানা ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান।

ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না মাসুদের। সম্প্রতি ভারতের পুলিশের হাতে ধরা পড়ে তিনি বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সীমান্তে বিজিবি তাকে আটক করে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করে। এরপর পীরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মামলার আরেক আসামি এখনও পলাতক রয়েছে। এলাকাবাসীর ধারণা, তিনিও ভারতে আত্মগোপনে আছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাসুদ রানা দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন। বিএসএফের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর পর বিজিবি তাকে পুলিশে হস্তান্তর করেছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।