ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

সাভারে কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারের জনপদ শুক্রবার (৭ নভেম্বর) কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিএনবি এলাকায় নিহত শিক্ষার্থীর পরিবার, স্থানীয়রা ও সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ফজলে রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। হত্যার ১৪ দিন পর তার মরদেহ উদ্ধার করা হলেও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া, কিছু অপপ্রচার চালিয়ে তাকে ‘অটোরিকশা চালক’ আখ্যা দিয়ে হত্যাকাণ্ডের গুরুত্ব হালকা করার চেষ্টা করা হয়েছে।

ফজলে রাব্বির মা নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ১৭ অক্টোবর বাসা থেকে বের হয় এবং আর ফেরেনি। পরে ৩০ অক্টোবর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। আমি চাই হত্যাকারীদের ফাঁসি হোক।”

সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ফজলে রাব্বি মেধাবী, বিনয়ী ও সমাজভদ্র ছাত্র ছিলেন। তার হত্যাকাণ্ড নিছক একটি খুন নয়, এটি পরিকল্পিত এবং নির্মম। তিনি প্রশাসনের কাছে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাইজুল খান বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সাভারে কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সাভারের জনপদ শুক্রবার (৭ নভেম্বর) কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিএনবি এলাকায় নিহত শিক্ষার্থীর পরিবার, স্থানীয়রা ও সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ফজলে রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। হত্যার ১৪ দিন পর তার মরদেহ উদ্ধার করা হলেও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া, কিছু অপপ্রচার চালিয়ে তাকে ‘অটোরিকশা চালক’ আখ্যা দিয়ে হত্যাকাণ্ডের গুরুত্ব হালকা করার চেষ্টা করা হয়েছে।

ফজলে রাব্বির মা নূরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ১৭ অক্টোবর বাসা থেকে বের হয় এবং আর ফেরেনি। পরে ৩০ অক্টোবর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। আমি চাই হত্যাকারীদের ফাঁসি হোক।”

সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ফজলে রাব্বি মেধাবী, বিনয়ী ও সমাজভদ্র ছাত্র ছিলেন। তার হত্যাকাণ্ড নিছক একটি খুন নয়, এটি পরিকল্পিত এবং নির্মম। তিনি প্রশাসনের কাছে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাইজুল খান বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছে।