ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

শিশু ধর্ষণ মামলায় রামপুরার বাচ্চু হাওলাদারের যাবজ্জীবন

রাজধানীর পূর্ব রামপুরায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি বাচ্চু মিয়া হাওলাদারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রামপুরার টিভি টাওয়ার রোডের একটি বাসার নিচতলায় গ্যারেজে কাজ করতেন ভুক্তভোগী শিশুর মা। ২০১৯ সালের ২১ এপ্রিল দুপুরে তিনি রান্নার কাজে ব্যস্ত থাকলে বাচ্চু মিয়া তার মেয়েকে ডেকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর মা সেখানে প্রবেশ করে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

ঘটনার দিনই শিশুটির মা রামপুরা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক তাসলিমা আক্তার।

পরবর্তীতে ২০২১ সালের ১৬ নভেম্বর অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।

দোষ প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বড় বাহিরদিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে বাচ্চু মিয়া হাওলাদার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবীতে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ

শিশু ধর্ষণ মামলায় রামপুরার বাচ্চু হাওলাদারের যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

রাজধানীর পূর্ব রামপুরায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি বাচ্চু মিয়া হাওলাদারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রামপুরার টিভি টাওয়ার রোডের একটি বাসার নিচতলায় গ্যারেজে কাজ করতেন ভুক্তভোগী শিশুর মা। ২০১৯ সালের ২১ এপ্রিল দুপুরে তিনি রান্নার কাজে ব্যস্ত থাকলে বাচ্চু মিয়া তার মেয়েকে ডেকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর মা সেখানে প্রবেশ করে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

ঘটনার দিনই শিশুটির মা রামপুরা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক তাসলিমা আক্তার।

পরবর্তীতে ২০২১ সালের ১৬ নভেম্বর অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।

দোষ প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বড় বাহিরদিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে বাচ্চু মিয়া হাওলাদার।