
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোমাঞ্চকর ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ আমির। ম্যাচে একটি মেইডেন ওভার করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বোলিংয়ে আসেন আমির। নতুন বলে অধিনায়কের আস্থার পূর্ণ প্রতিদান দেন তিনি। তার করা প্রথম ওভারটি ছিল মেইডেন, যেখানে ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি কোনো রান তুলতে পারেননি।
এই মেইডেনের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের মোট মেইডেনের সংখ্যা দাঁড়ায় ২৮টি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই সংস্করণে তার চেয়ে বেশি মেইডেন পেয়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন, যিনি ৩৩টি মেইডেন ওভার করেছেন।
এদিন আমির মেইডেন ওভারের সংখ্যায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যান। সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে ২৭টি মেইডেন করেছেন। ফলে সর্বাধিক মেইডেন করা বোলারদের তালিকায় এখন সাকিবের অবস্থান তিন নম্বরে।
সিলেট টাইটান্সের এই জয় এবং আমিরের ব্যক্তিগত কীর্তি বিপিএলের আসরকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
নিজস্ব/নিউজ টুডে 




























