ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারিতেই নির্বাচনের ঘোষণা, অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী করা হবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

জাতিসংঘ সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে অনুষ্ঠিত সভাগুলো দেশটির জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। মির্জা ফখরুল মনে করেন, সব মিলিয়ে এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো একটি উদ্যোগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফেব্রুয়ারিতেই নির্বাচনের ঘোষণা, অনিশ্চয়তা নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী করা হবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

জাতিসংঘ সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে অনুষ্ঠিত সভাগুলো দেশটির জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। মির্জা ফখরুল মনে করেন, সব মিলিয়ে এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো একটি উদ্যোগ।