ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

তারেক রহমান: গণভোট নয়, আলু চাষি ও কর্মহীনদের সমস্যা সমাধান জরুরি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যা সমাধান করাই এখন সবচেয়ে জরুরি; গণভোট নয়। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আলু চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা জনগণের টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে বেশি জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করেন, দেশে এসব বাস্তব সমস্যার দিকে পর্যাপ্ত মনোযোগ নেই।

তিনি দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর জোর দেন। নারী কর্মসংস্থানের বিষয়েও তার বক্তব্য, তিনি প্রশ্ন তোলেন, “কর্মঘণ্টা কমানোর নামে কি নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে? পোশাক কারখানায় যদি নারী কর্মীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, বাকি সময়ের মজুরি কে দেবে?” তারেক বলেন, নারীদের চাকরি সংকুচিত হওয়ার আতঙ্ক দূর করা বেশি জরুরি।

তারেক রহমান আরও বলেন, দেশে গণভোটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়ন। জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় হয়েছে বীর জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং রাজনৈতিক কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য মানুষ রাজপথে জীবন দেয়নি।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের সামনে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, সরকারের সিদ্ধান্ত হতে হবে একটি দলের আকাঙ্খা বাস্তবায়ন করবে, না কি জনগণের অগ্রাধিকার দিবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

তারেক রহমান: গণভোট নয়, আলু চাষি ও কর্মহীনদের সমস্যা সমাধান জরুরি

আপডেট সময় : ০৭:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যা সমাধান করাই এখন সবচেয়ে জরুরি; গণভোট নয়। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আলু চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা জনগণের টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে বেশি জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করেন, দেশে এসব বাস্তব সমস্যার দিকে পর্যাপ্ত মনোযোগ নেই।

তিনি দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর জোর দেন। নারী কর্মসংস্থানের বিষয়েও তার বক্তব্য, তিনি প্রশ্ন তোলেন, “কর্মঘণ্টা কমানোর নামে কি নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে? পোশাক কারখানায় যদি নারী কর্মীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, বাকি সময়ের মজুরি কে দেবে?” তারেক বলেন, নারীদের চাকরি সংকুচিত হওয়ার আতঙ্ক দূর করা বেশি জরুরি।

তারেক রহমান আরও বলেন, দেশে গণভোটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়ন। জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় হয়েছে বীর জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং রাজনৈতিক কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য মানুষ রাজপথে জীবন দেয়নি।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের সামনে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, সরকারের সিদ্ধান্ত হতে হবে একটি দলের আকাঙ্খা বাস্তবায়ন করবে, না কি জনগণের অগ্রাধিকার দিবে।