
রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী বিপিন জোতি চাকমা রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন,
“আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে আজ ৩০/১১/২০২৫ তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।”
রাঙামাটিতে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপিন জোতি চাকমা। তার এই আকস্মিক ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি ব্যক্তিগত ও মানসিক চাপকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে এর পেছনে অন্য কোনো প্রেক্ষাপট আছে কি না—এ নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ান। এক মাসের ব্যবধানে দলের দুই শীর্ষ নেতার পদত্যাগকে অনেকে দলীয় অভ্যন্তরীণ অসন্তোষ বা মতবিরোধের প্রতিফলন হিসেবে দেখছেন। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় কোনো নেতা আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
প্রতিনিধির নাম 




























