ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

টানা ১২৫ ঘণ্টার অনশনের ফল: নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’

টানা ১২৫ ঘণ্টার অনশন অবশেষে ফল দিয়েছে তারেক রহমান নেতৃত্বাধীন ‘আমজনতার দল’-এর। দীর্ঘ অপেক্ষা ও আন্দোলনের পর দলটি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। পাশাপাশি ‘জনতার দল’ও নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পাচ্ছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, যাচাই-বাছাই শেষে এই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিবন্ধন না পেয়ে ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান যে আমরণ অনশন শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় ব্যাপক আলোচনার পর ইসি ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু দল নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্তু মাঠপর্যায়ের তথ্য ও নথিপত্র যাচাই শেষে মাত্র কয়েকটি দলকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়। সেই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’—কোনোটিরই নাম ছিল না। অভিযোগ করা হয়, শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় তাদের বাদ দেওয়া হয়েছে।

নিবন্ধনে বঞ্চিত হওয়ায় গত ৪ নভেম্বর তারেক রহমান নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশনে বসেন এবং টানা ১২৫ ঘণ্টা তা চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও নিবন্ধনের দাবিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।

ইসির সর্বশেষ সিদ্ধান্তে দুই দলের দাবিই পূরণ হতে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

টানা ১২৫ ঘণ্টার অনশনের ফল: নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’

আপডেট সময় : ০৫:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

টানা ১২৫ ঘণ্টার অনশন অবশেষে ফল দিয়েছে তারেক রহমান নেতৃত্বাধীন ‘আমজনতার দল’-এর। দীর্ঘ অপেক্ষা ও আন্দোলনের পর দলটি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। পাশাপাশি ‘জনতার দল’ও নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পাচ্ছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, যাচাই-বাছাই শেষে এই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিবন্ধন না পেয়ে ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান যে আমরণ অনশন শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় ব্যাপক আলোচনার পর ইসি ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু দল নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্তু মাঠপর্যায়ের তথ্য ও নথিপত্র যাচাই শেষে মাত্র কয়েকটি দলকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়। সেই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’—কোনোটিরই নাম ছিল না। অভিযোগ করা হয়, শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় তাদের বাদ দেওয়া হয়েছে।

নিবন্ধনে বঞ্চিত হওয়ায় গত ৪ নভেম্বর তারেক রহমান নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশনে বসেন এবং টানা ১২৫ ঘণ্টা তা চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও নিবন্ধনের দাবিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।

ইসির সর্বশেষ সিদ্ধান্তে দুই দলের দাবিই পূরণ হতে যাচ্ছে।