
নির্বাচনের তফসিলের প্রহর গুনছে দেশ। তবে সময়মতো ভোট অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে জনমনে এখনো অনাস্থা রয়ে গেছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও বেশ কিছু রাজনৈতিক দলের অসন্তোষ রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা, গণতান্ত্রিক চর্চার অভাব এবং পেশিশক্তির প্রভাব বর্তমান সংকটকে আরও ঘনীভূত করেছে।
নির্বাচন ঘনালেও অনিশ্চয়তা কাটছে না। বদলি–পদায়নে রাজনৈতিক প্রভাব, পেশিশক্তির ব্যবহার, হেইট স্পিচের বিস্তার, অবৈধ অস্ত্র উদ্ধার কমে যাওয়া এবং নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি—এসব কারণে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ বাড়ছে।
লেখক আলতাফ পারভেজ বলেন, নির্বাচন আয়োজনের দীর্ঘসূত্রতা ও প্রশাসনের দুর্বলতা জনমনে অনাস্থা বাড়িয়েছে। তার মতে, কেউ নির্বাচন বিলম্বে, কেউ আবার ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়—এ ধরনের অভিজ্ঞতা মানুষের আস্থা নষ্ট করেছে।
রাষ্ট্রচিন্তক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, শুধু নির্বাচন নয়, রাজনৈতিক পরিশুদ্ধতা, যোগ্য নেতৃত্ব ও গণতান্ত্রিক ধারাবাহিকতাই বর্তমান সংকট কাটানোর মূল চাবিকাঠি।
প্রতিনিধির নাম 




























