ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

দেশ ছাড়তে পারবেন না সালমান শাহ হত্যা মামলার আসামিরা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে বহুল আলোচিত হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার আসামিদের দেশের বাইরে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

রমনা থানা সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটির পুনঃতদন্ত চলমান থাকায় আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যু দীর্ঘদিন ধরে রহস্যে আচ্ছন্ন। সে সময় অভিনেতার স্ত্রী সামিরা হক মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও, পরিবার ও ভক্তরা সবসময়ই এটিকে হত্যা বলে মনে করে আসছেন।

সম্প্রতি প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। অন্যান্য আসামিরা হলেন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা, রোগীর মৃত্যু

দেশ ছাড়তে পারবেন না সালমান শাহ হত্যা মামলার আসামিরা

আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে বহুল আলোচিত হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার আসামিদের দেশের বাইরে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

রমনা থানা সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটির পুনঃতদন্ত চলমান থাকায় আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যু দীর্ঘদিন ধরে রহস্যে আচ্ছন্ন। সে সময় অভিনেতার স্ত্রী সামিরা হক মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও, পরিবার ও ভক্তরা সবসময়ই এটিকে হত্যা বলে মনে করে আসছেন।

সম্প্রতি প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। অন্যান্য আসামিরা হলেন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।